গাড়ি চালকদের যাত্রীদের সচেতন করার আহ্বান চসিক মেয়রের
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গাড়ি চালকদের যাত্রীদের সচেতন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চালকরা যাত্রীদের বোতল বা টিস্যু বাইরে না ফেলে গাড়িতে রাখতে বললে তা যাত্রীদের জন্য শিক্ষা হতে পারে।
সোমবার (২৭ জানুয়ারি) নগরীর লালদিঘীর পাড়ে চসিক লাইব্রেরি মিলনায়তনে মহানগর সিএনজি চালকদলের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, যাত্রীরা প্রায়ই গাড়ি থেকে প্লাস্টিক বা ময়লা বাইরে ফেলেন। এটি নগরের সৌন্দর্য নষ্ট করে এবং নালায় জমে জলাবদ্ধতার কারণ হয়। চালকরা সুন্দরভাবে যাত্রীদের ময়লা বাইরে না ফেলার অনুরোধ করলে তারা সচেতন হবে।
তিনি আরো বলেন, বর্ষার আগেই যদি আমরা সচেতন না হই, তবে জলাবদ্ধতায় গাড়ি চালানো কষ্টকর হবে। নগরকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।