ফরিদপুরে মাসব্যাপী পুনাক শিল্প মেলা শুরু
ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে মাসব্যাপী শিল্প মেলার শুরু হয়েছে। বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পুনাক এর সহ-সভানেত্রী এনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, মোঃ আহসান কবির ডিজি এম বিসিক, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান , রঙের মেলা বুটিক হাউজের স্বত্বাধিকারী আশরফুন নাহার শিউলী প্রমূখ ।
সভায় বক্তারা বলেন, এই মেলা থেকে আরো বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিকে ভূমিকা রাখতে পারবে। ফরিদপুর যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে।
তারা বলেন, এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। আমাদের দেশের পন্যের মান অনেক ভালো । আপনারা দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশে উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।
বক্তারা বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, পুনাক একটি একটি নারীবান্ধব সংগঠন । যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে বিগত দিনে কাজ করেছে এখনো তা অব্যাহত আছে ।
ইতোমধ্যে তারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই শীতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। তাছাড়া আগামী দিনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পুনাক কাজ করে যাবে ।
আর তাই আগামী দিনে পুনাকের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
মেলায় দেশীয় পণ্যের ৫২ টি স্টল রয়েছে । প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত দশটা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।