ফের ৫ দাবি সাত কলেজের শিক্ষার্থীদের, পূরণ না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তবে বাকি পাঁচ দাবি পূরণে আশ্বাস না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেসব দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদালয়ের বাসসহ কোনো গাড়ি সাত কলেজের সামনে দিয়ে চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে তারা ঢাকা কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুৱ ইসলাম বলেন, আমরা গতকাল শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমাদের কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পার করেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। বিষয়টি সমাধানের জন্য সকালে আমরা শান্তিপুর্ণ সংবাদ সম্মেলন করেছিলাম৷ সেখানে আমরা ৬ দফা উত্থাপন করে ছিলাম।সেখানে একটি দাবি ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল করে সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে। এর জন্য তাদের আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, কিন্তু আমাদের এখনও ৫টি দাবি বাকি আছে। আমাদের এই দাবিগুলো মেনে নেয়ার কোন পক্রিয়া কতৃপক্ষ থেকে নেয়া হয়নি। আমাদের একটি দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেন ও বদরুন্নেসাসহ ৭ কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচির মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে। এর দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে।

শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে হামলা করেছে নিউমার্কেট থানা পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত এসি, ওসিসহ সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায় প্রো-ভিসির। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রো-ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ সব দাবি মেনে নেওয়া না হলে আমরা নিউমার্কেট থানা ঘেরাও করবো। পাশাপাশি ঢাকা কলেজসহ ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বাস যেতে দিবো না।

তিনি আরো বলেন, আমরা আশা করি এর মধ্যে সরকার পক্ষ হতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিষয়টি শান্তিপূর্ণ ভাবে সমাধান করবে। আমরা কোন সংঘাত চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোন সংঘাত নাই। আমরা মূলত একটা প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা তা আমলে নেয়নি তাই আমাদের এই কর্মসূচি।