বেনাপোলে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নামে মামলা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আরো ১৫ জনওক অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পর থেকে আসামিরা গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাতে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ছাত্রদল কর্মী হৃদয় বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় এই মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের ছাত্রদলকর্মী নিরব, গাতিপাড়ার ইমন, আকাশ, হৃদয়, কাগজপুকুরের শাকিব ও বড়আচড়া গ্রামের সৈকত। আহতদের মধ্যে নিরবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্ত করা হয়েছে।

অভিযোগকারী হৃদয় জানায়, সে ও তার বন্ধুরা দলীয় কাজে বেনাপোলের নিত্য হাটে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যার উদ্দেশ্যে আসামি ছাত্রলীগ নেতাকর্মীরা দেশিয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে ৬ ছাত্রদলকর্মী আহত ও তাদের সাথে থাকা অর্থ ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। পরে স্থানীয়রা আহত ছাত্রদল কর্মীদের রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্ত করে।

বিজ্ঞাপন

আসামীরা হলেন, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের মেয়র গ্রুপের সাধারণ সম্পাদক আকুল হোসেন, এমপি গ্রুপের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহদ, ভবার বেড় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মারুফ হোসেন দিপু, ছাত্রলীগ নেতা ভবারবেড় গ্রামের সুমন হোসেন, রিমন হোসেন ও রুবেল।

এদিকে আসামিরা কয়েকজন জানান, তারা অনেকেই মারপিটের সাথে জড়িত না ধাকলেও তাদের বিরুদ্ধে মনগড়া মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, ছাত্রদলকর্মীদের ওপর হামলায় অভিযুক্তদের নামে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।