আ.লীগের কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল
আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
শনিবার (৯ নভেম্বর) রাত ১১ টার দিকে জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান খানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বাংলাবাজার এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহামুদুল হাসান খান বলেন, তারেক রহমানের নির্দেশে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের সকল অপশক্তি রুঁখে দিতে সর্বদা জাগ্রত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে কিন্তু এখনও আওয়ামী লীগ দোসরদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।