দেশের ক্রান্তিলগ্নে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলবো: ছাত্রদল সভাপতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সব ছাত্র সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিজ্ঞা করতে হবে। ছাত্রদলের পক্ষ থেকে আমি এই ঘোষণা করছি দেশের ক্রান্তিলগ্নে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলবো। যে ঐক্যের ডাক এসেছে এটাতে আমরা সসম্পূর্ণ একমত।

তিনি বলেন, ক্যাম্পাসে সঠিক পরিবেশ বজায় রাখা ও দেশ রক্ষায় ঐক্যের বিকল্প নেই।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র-ঐক্য’ সমাবেশে ছাত্রদল সভাপতি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক জোটের ঐক্যের ডাককে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাদে সবাই আন্দোলন করেছে। যারা শহীদ হয়েছেন তাদের ভুলে গেলে চলবে না। গত সাড়ে ১৫ বছরের বাস্তবতা ধারণ করতে না পারলে আমরা সামনের দিকে এগুতে পারবো না।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনে নিহত জবির শহীদ সাজিদসহ বিগত সময়েব গুম হওয়া জবির তিন ছাত্রদল নেতাকে স্মরণ করেন তিনি। ছাত্রদল নম্র ভদ্রভাবে সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আন্দোলনে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক চোখে গুলিবিদ্ধ হয়েছেন। অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী আহত ও নিহত হয়েছে। তাদেরকে মূল্যায়ন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে তিনি বলেন, হলের জমি পুনরুদ্ধার করতে হবে। জবি প্রশাসনকে জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের জবি আহ্বায়ক সজিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজী, এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।