আগামী নির্বাচন হবে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি নির্বাচন: জোনায়েদ সাকি
আগামী নির্বাচন হবে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি নির্বাচন বলেছেন, গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সে নির্বাচন কবে হবে, সে কারণে নিশ্চিত করা। আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে 'নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে' শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।
জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচন হবে নতুন বন্ধ ব্যবস্থা তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন জন ঐক্যের সংস্কার নির্বাচন হতে হবে। সেরকম সংস্কার সভা তৈরির জন্য আমাদের সবাইকে জন ঐক্য তৈরি করতে হবে। আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত, সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে ও শহীদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সাথে বলবো মানুষ দ্রব্য মূল্যে নাকাল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানা ভাবে বহন হচ্ছে। আইনশৃঙ্খলা নানা ভাবে অবনতি হচ্ছে। কেনও আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।