দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে অভিজ্ঞ বাংলাদেশকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে তুলনামূলক ‘অনভিজ্ঞ’ ভারত। তার ফলে আজ দিল্লিতে অনুষ্ঠেয় দ্বিতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেছে বাঁচা মরার লড়াই। হেরে গেলেই সিরিজটা খুইয়ে বসবে বাংলাদেশ। 

এই ম্যাচের আগে ভাবনায় আছে ওপেনিং জুটি। লিটন দাস আগের ম্যাচে উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন। বাঁহাতি পেস বোলিংয়ের বিপক্ষে ২০২২ সালের শুরু থেকেই ভুগেছেন তিনি। 

বিজ্ঞাপন

আজ দিল্লিতেও ওপেনিং জুটিতে বলটা বাঁহাতি বোলার আরশদীপ সিংয়ের তুলে দিতে পারেন অধিনায়ক সূর্যকুমার যাদব। যার ফলে আজও লিটনকে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে। 

আগের ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন লিটন। যদিও এরপর তিনি উইকেটের পেছনে থেকেছেন শেষ পর্যন্ত। তবে আগের কারণটা মাথায় রেখে ওপেনিং জুটি নিয়ে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

গোয়ালিয়রের প্রথম ম্যাচের শেষ দিকে তামিম ইকবাল ধারাভাষ্যকক্ষে বলছিলেন মিরাজকে ওপরে তুলে আনার কথা, বিশেষত ওপেনিংয়ে। সে ভাবনাটা আজ আবারও ভেবে দেখতে পারে দল। 

একাদশে একটা পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদকে বসিয়ে আজ স্কোয়াডে আনা হতে পারে তানজিম হাসান সাকিবকে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।