সাকিব-জাকিরকে রেখে দিল সিলেট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে আগামী সোমবার। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার থাকছে না, তবে রাজশাহী নতুন করে ফিরেছে। ঢাকার মালিকানাও বদল হয়েছে, তবে সিলেট স্ট্রাইকার্স আগের মালিকানাতেই আছে। 

বিজ্ঞাপন

সিলেট দলটি আসন্ন আসরের জন্য দুই দেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক এবং ওপেনার জাকির হাসানকে ধরে রেখেছে। তবে এখনো তাদের প্রধান কোচ কে হবেন এবং বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। 

বিপিএলের একাদশ আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর, আর প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ অক্টোবর। এর আগে ক্রিকেটারদের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে, যেখানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মোট ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন দেশি ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে।