জাকারিয়া পিন্টুর জন্য শোকাহত ক্রীড়াঙ্গন
চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি ফুটবলার। বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাহত গোটা ক্রীড়াঙ্গন। সবার ভালবাসা আর শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন তিনি।
আজ বিকেলে রাজধানীর ধানমন্ডি মসজিদে জাকারিয়া পিন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে তাকে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
আজ প্রয়াত পিন্টুর প্রথম জানাজায় এসেছিলেন ফুটবলাঙ্গনের অনেকে। দেখা মিলল সাবেক তারকা ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম,
বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন কাজী আনোয়ারকেও।
জাকারিয়া পিন্টুর এক মেয়ে বাবাকে শেষবারের মতো দেখতে ইংল্যান্ড থেকে ঢাকার পথ ধরেছেন। সন্ধ্যার পর থেকে হিমঘরে রাখা হয়েছে মরদেহ।
মঙ্গলবার প্রেসক্লাব ছাড়াও সকালে পিন্টুর প্রাণপ্রিয় ক্লাব মোহামেডানে হবে আরও একটি জানাজা। মোহামেডান ক্লাবে পিন্টুকে গার্ড অফ অনার দেওয়া হবে। স্বাধীন বাংলা ফুটবলাররা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাষ্ট্র সম্মাননা জানাবে তাকে।
জাকারিয়া পিন্টুর প্রয়াণে এরইমধ্যে শোক জানিয়েছে বাফুফে, মোহামেডান ক্লাব, আবাহনী, দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফসহ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। এক বার্তায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধ পিন্টুর প্রতি সম্মান জানিয়ে ফেডারেশন বলেছে, তার অবদান কখন দেশের ফুটবল ভুলবে না।