আইপিএলে দল পেলেন না অনেক মুখ চেনা ক্রিকেটার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেন উইলিয়ামসন-ডেভিড ওয়ার্নার

কেন উইলিয়ামসন-ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএলের নিলামে একটা নতুন ট্রেন্ড দেখা গেছে। বর্ষীয়ান খেলোয়াড়দের তেমন মুল্যায়ন হচ্ছে না। বরং তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আর এই কারণেই স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

অন্যদিক নতুন খেলোয়াড় আল্লাহ গজনফর খেলছেন এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানন্সের হয়ে। মুম্বাই তাকে ৪ কোটি ৮০ লাখ রূপিতে দলে টেনেছে। আইপিএলে দারুণ একটা রেকর্ড রয়েছে আফগানিস্তানের ১৮ বছর বয়সী এই তরুণের। কোনো ম্যাচ না খেলেই তিনি আইপিএলের ট্রফি জিতেছেন! গত মৌসুমে এই তরুণ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সেই আইপিএলে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার তাকে দলে টানলো আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এই আফগান তরুণ। নতুন বলে এবং ডেথ ওভার- দুই পর্যায়ে বল হাতে দক্ষতা দেখিয়েছেন গজনফর।

বর্ষীয়ান তারকাদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

বিজ্ঞাপন

দ্বিতীয়দিনের আইপিএলের নিলামে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটারের নামও নিলামের ¯øটে উঠেনি। দল পাওয়া তো দুরের কথা! এবারের আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম রেজিস্ট্রি হয়েছে। কিন্তু তাদের কাউকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগ্রহ দেখাবেন কিনা- সেটাই এখন প্রশ্ন।