পাল্টা জবাব দিতে লড়ছে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুমিনুল হক অবশ্য লড়ে যাচ্ছেন

মুমিনুল হক অবশ্য লড়ে যাচ্ছেন

অনেকটা চাপে থেকেই অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে ওঠার জন্য লড়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০৫ রান।

এখনো অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ১ম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ৩৪৫ রানে। সন্দেহ নেই আপাতত ফলোঅন এড়ানোটাই লক্ষ্য সফরকারীদের।

বিজ্ঞাপন

আগের দিন বাংলাদেশকে হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। জাস্টিন গ্রিভস এবং কেমার রোচের ১৪০ রানের বিশাল এক জুটি ও পেছনে বাংলাদেশের বোলার-ফিল্ডারদেরও ব্যর্থতায় এতো বড় লক্ষ্য অর্জন করতে সহায়তা করেছে।

গ্রিভস টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১৫ রানে। ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেটে তার সঙ্গী কেমার রোচও ফিরেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৪৭ রান করে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

এরপর নেমে আগের দিন ২০ ওভার খেলে ২ উইকেটে টাইগাররা তুলে ৪০ রানে। আর আজ একটি উইকেট হারিয়ে ফেলেছে তারা। শাহাদাত হোসেন দীপু ফিরেছেন ৭১ বলে ১৮ রানে। ভাঙল ৪৫ রানের জুটি। মুমিনুল হক অবশ্য লড়ে যাচ্ছেন। তিনি ৩৮ রানে নটআউট। সঙ্গে লিটন দাস আছেন ২১ রানে।