উইন্ডিজে ওয়ানডে সিরিজে থাকছেন শান্ত?
ইনজুরি থেকে সেরে উঠার লড়াইয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ইনজুরির জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ মিস করেছেন। তার জায়গায় এই টেস্ট সিরিজের অধিনায়কত্ব করছেন মেহেদি মিরাজ। তবে স্বস্তির বিষয় হলো কুঁচকির ইনজুরি কাটিয়ে ওঠার পর্যায়ে রয়েছেন এখন নাজমুল। যেখানে তার ইনজুরির চিকিৎসা ও পরিচর্যা চলছে তাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের ঠিক আগেভাগে ফিটনেস ফিরে পেতে পারেন তিনি। আর সেটা সম্ভব হলে ওয়ানডে সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন তিনি।
আপাতত তার ইনজুরির বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তা স্বস্তিদায়ক। জানা গেছে, ইনজুরি থেকে সেরে উঠার প্রক্রিয়া তার বেশ ইতিবাচক। শনিবার তার ইনজুরির একটা ছোট টেস্ট হয়েছে। সেই টেস্টের ফলাফল বেশ সন্তোষজনক। নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেলতে পারেননি।
বাংলাদেশ দলের সাম্প্রতিক ইনজুরিতে থাকা ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা। সেই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিমও। আফগানিস্তান সিরিজের মাঝপথে তিনি আঙ্গুলে চোট পান। সেই চোট নিয়ে সিরিজের শেষ দুটো ম্যাচ তিনি মিস করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও নেই তিনি। মুশফিকের আঙ্গুলের চোট নিয়ে কোনো সুখবর নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের ওয়ানডে ফরমেটেও তার ফেরার সম্ভাবনা নেই। সেরে উঠা, ফিটনেস ফিরে পাওয়া, কিপিং করা- সবকিছু আগে নিয়মে করার জন্য মুশফিকের আরো মাসখানেক সময় লাগতে পারে। সেই বিবেচনায় বিপিএলের আগে কোনো ধরনের ক্রিকেটে ফেরাটা আপাতত মুশফিকের জন্য কঠিন বিষয়।
ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজ শেষ হবে ৪ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ৮ ডিসেম্বর। সিরিজের বাকি দুটো ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর।