চট্টগ্রাম ও সিলেটের বিশেষ জার্সিতে গণঅভ্যুত্থান স্মরণ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি বছর ইতিহাসের সাক্ষীই হয়েছে বাংলাদেশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে গত জুলাই মাসে। সে বছরের শেষ দিকে মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভালোভাবেই স্মরণীয় করে রেখেছে এই অভ্যুত্থানকে। মাসকট, গ্রাফিতিসহ বিভিন্ন কর্মসূচিতে ট্রিবিউট দেওয়া হয়েছে এই আন্দোলনকে।

এবার দলগুলোও তাতে যোগ দিচ্ছে। আসন্ন বিপিএলে নতুন বাংলাদেশের গৌরবময় অধ্যায় জুলাই অভ্যুত্থানকে স্মরণ করতে ব্যতিক্রমী জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। এ জার্সি যেন জুলাই অভ্যুত্থানে ‘জেন জি’সহ শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতার ন্যায়বিচারের দাবিতে লড়াই, সংগ্রাম, ঐক্যের বাণী পৌঁছাতে চাচ্ছে। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিটাগং কিংসের পেজ থেকে জার্সির ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগাং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি।’

এছাড়া সিলেট স্ট্রাইকার্স এর পেইজ থেকেও জার্সির ছবি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, স্ট্রাইকার্স গর্বিতভাবে জেন জি এডিশন জার্সি উপস্থাপন করছে, যা অসাধারণ গ্রাফিতি, আর্ট দিয়ে সজ্জিত, এ দিয়ে সিলেট ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রতি আমাদের অবদানকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে।

বিজ্ঞাপন