টেস্ট ক্রিকেটে এত দর্শক অস্ট্রেলিয়া দেখেনি কখনোই
টি-টোয়েন্টির পর ক্রিকেট ছোট হতে হতে টি-টেনও চলে এসেছে বাজারে। তবে এর ভিড়েও টেস্টের আবেদন যে একটুও কমেনি, তার প্রমাণ বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে দর্শক উপস্থিতি। ম্যাচ চলাকালীন ৫ দিনে দর্শক হয়েছে ৩,৭৩,৬৯১ জন। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট এত দর্শক এবারই প্রথম দেখল।
ক্রিকেট অস্ট্রেলিয়া পঞ্চম দিনের প্রথম সেশনে ৫১,৩৭১ জন দর্শক উপস্থিতি নিশ্চিত করে। যা বেলা গড়ানোর সাথে সাথে ৭৪,৩৬২ জনে পরিণত হয়। আর বিপুল পরিমাণ এই দর্শকের উপস্থিতি টপকে গেছে ১৯৩৭ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত স্যার ডোনাল্ড ব্রাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ৩,৫০,৫৩৪ জন দর্শকের উপস্থিতিকে।
পুরো টেস্ট জুড়েই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৫ দিন জুড়ে দর্শকের উপস্থিতি ছিল যথাক্রমে ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ এবং ৭৪,৩৬২ জন। এমসিজিতে চতুর্থ দিনের চেয়ে পঞ্চম দিনে বেশি দর্শকের উপস্থিতি আগে কখনও দেখা যায়নি।
এমনকি শেষ দিনে দর্শকদের পার্কিংয়ের জন্য ইয়ারা পার্ক খুলে দেওয়া হয়। দর্শকের চাপ এতই বেশি ছিল যে অনেকে মাঠে ঢুকতে ব্যর্থ হন।