অস্ট্রেলিয়ার কাছে হেরে কেমন দাঁড়াল ভারতের সমীকরণ?
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হারার পর অস্ট্রেলিয়া সফর জয় দিয়ে শুরু করেছিল ভারত। এরপর থেকে দলটার যাত্রা স্রেফ উল্টোরথেই হয়েছে। সবশেষ মেলবোর্ন টেস্টে হেরেছে রোহিত শর্মার দল। তাতে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তারা ২-১ এ পিছিয়ে পড়েছে।
মেলবোর্নে ১৮৪ রানে হারের পর ৫৫.৮৯ পয়েন্ট থেকে কমে ৫২.২৭ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত। অন্য দিকে ৫৮.৮৯ থেকে পয়েন্ট বাড়িয়ে ৬১.৪৫ নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আরও জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের ঝান্ডা হাতে নিতে অনেকদিন ধরে মরিয়া ভারত। মেলবোর্ন টেস্টে হারের পর তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে শুধুমাত্র সেটাই যথেষ্ট হবে না তাদের।
ভারতকে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। লঙ্কানরা অজিদের ২-০ কিংবা ১-০ ব্যবধানে হারালেই ফাইনাল খেলতে পারবে ভারত।
টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়ার অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ফাইনালের যুদ্ধে এখনো টিকে আছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ফাইনালে আফ্রিকানদের প্রতিপক্ষ হওয়ার দৌডে ভারতের জিততে হবে। তাদের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে সিডনি টেস্টকে।
অপর দিকে সিডনি টেস্ট জিতলেই ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার। তবে হারলেও কোনো সমস্যা নেই, লঙ্কান সিরিজের একটি ম্যাচ জিতলেই ফাইনাল খেলবে তারা। অর্থাৎ ফাইনাল খেলতে অজিদের প্রয়োজন এক জয়।
অপর দিকে সিডনি টেস্ট ড্র না হলে স্বপ্ন থেমে যাবে লঙ্কানদের। সব মিলিয়ে বলা যায়, অস্ট্রেলিয়া হারের বৃত্তে আটকে গেলে তবেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন সত্যি হবে।