প্রথম ম্যাচে কর্নওয়ালকে পেল না সিলেট

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাহকিম কর্নওয়াল সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ ঘিরেও তার দিকে ছিল সবার নজর।

তবে প্রথম ম্যাচে এই ক্যারিবীয় অলরাউন্ডারকে পায়নি সিলেট। সময়মতো দলের সঙ্গে যোগ দিলেও ফ্লুতে আক্রান্ত কর্নওয়াল খেলতে পারছেন না। অসুস্থ কর্নওয়ালের দ্রুত সুস্থতা কামনা করেছে সিলেট স্ট্রাইকার্স।  

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স এবারের আসরে তেমন বড় কোনো তারকাকে দলে টানতে পারেনি। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুল হকের হাতে। বিষয়টি অনেককেই বিস্মিত করেছে। এর ওপর কর্নওয়ালের অনুপস্থিতি দলের জন্য বড় একটি ধাক্কা।  

প্রথম ম্যাচে সিলেটের একাদশে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন চারজন। তারা হলেন—জর্জ মানসি, পল স্টার্লিং, সামিউল্লাহ শিনওয়ারি এবং রিস টপলি। দলটি গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে নামছে।  

বিজ্ঞাপন

তবে কর্নওয়ালের অভাব পূরণে দল কেমন করে সেটাই দেখার বিষয়। সিলেটের সমর্থকরা আশা করছে, তারকাখচিত না হলেও তরুণদের পারফরম্যান্সে দল ভালো কিছু করবে।