অশ্বিনকে টপকে লাকি সেভেন লায়ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রবিচন্দ্রন অশ্বিন-নাথান লায়ন

রবিচন্দ্রন অশ্বিন-নাথান লায়ন

ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে জাদু দেখিয়ে টেস্ট ক্রিকেট সেরা বোলারদের তালিকায় ৭ নম্বরে ওঠে এসেছেন নাথান লায়ন। বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নিয়ে পেছনে ফেলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিনের ৫৩৭ উইকেটকে টপকে লায়নের উইকেট ৫৩৮*।

টেস্ট বোলারদের এই যাত্রায় সামনে এগিয়ে যেতে টপকাতে হবে আরেক অজি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্র্যাকে। এজন্য অবশ্য লায়নের আরও ২৬ উইকেট নিতে হবে!

বিজ্ঞাপন

বোলারদের এই যুদ্ধে এক নম্বরে আছেন ৮০০ উইকেট নেয়া লঙ্কান ঘূর্ণি জাদুকর মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয় স্থানে থাকা অজি ক্রিকেটার শেন ওয়ার্ন সংগ্রহ করেছেন তার চেয়েছে আরও ৯২ উইকেট কম। এই তালিকার নাম্বার ওয়ানে যেতে লায়নকে খেলতে হবে আরো অনেক বেশি টেস্ট।

বক্সিং ডে টেস্ট ম্যাচে নাথান লায়ন দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। স্কট বল্যান্ডের সঙ্গে তিনি শেষ উইকেটে মাত্র ১২০ বলে ৬১ রানের অসাধারণ পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপে লায়ন ছিলেন অ্যাক্সিলারেটর, ৫৫ বলে ৪১ রান করে দলের প্রয়োজনীয় রান যোগ করেছেন অজিদের স্কোরবোর্ডে।

বিজ্ঞাপন

ম্যাচের শেষ ইনিংসে বল হাতেও তিনি উজ্জ্বল ছিলেন। গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে ছিল মোহাম্মদ সিরাজকে এলবিডব্লিউ আউট করে শেষ উইকেটটি নেওয়া। তার পথ ধরে অস্ট্রেলিয়া একটি অসাধারণ জয় তুলে নিয়ে এগিয়ে যায় সিরিজে।