সালাহকে কি ছেড়েই দেবে লিভারপুল?
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মোহামেদ সালাহ। তার দল লিভারপুল আছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ানস লিগের ১ নম্বর অবস্থানে। গত ম্যাচেও নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ টি গোল। তবে আগামী ৩০ জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সালাহ’র।
সালাহ’র সঙ্গে তার দুই সতীর্থ ভার্জিল ফন ডাইক ও আলেকজান্ডার আরনল্ড এরও চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব আসেনি তাদের কারো কাছেই।
যদিও চুক্তি নিয়ে আপাতত কিছু ভাবতে চান না মোহাম্মাদ সালাহ। জানালেন, শিরোপা জেতার দিকেই আপাতত মন দিতে চান।
নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে সালাহ বলেন, ‘চুক্তি নবায়ন থেকে আমরা এখনো অনেক দূরে আছি, আপাতত এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি শুধুমাত্র আমার খেলাটাকে উপভোগ করতে চাই। আমি আমার দলের জন্য নিজের সেরাটা দিতে চাই এবং ট্রফি জিততে চাই।’
লিভারপুল ম্যানেজার আর্নে স্লট জানিয়েছে, সালাহ, ভার্জিল এবং আরনল্ড জানুয়ারীতে ভিন্ন ক্লাবে চলে যাবেন কি না তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন আদৌ। স্লট বলেন, ‘তাদের ওপর মাঠে আমার যথেষ্ট নিয়ন্ত্রণ আছে তবে আমি তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।’
সাবেক লিভারপুল মিডফিল্ডার ড্যানি মার্ফি মনে করেন সালাহ লিভারপুলেই থাকবেন। তিনি বলেন, ‘লিভারপুল সমর্থকরা চায় সালাহ দলে থাকুক, এবং আমি মনে করি সালাহ চুক্তি নবায়ন করবেন। বর্তমানে দলের সবচেয়ে গুরুত্মপূর্ণ খেলোয়াড় তিনি।’
মূলত ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব না পেয়ে ক্লাবের প্রতি অভিমানে সালাহ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।