অশ্বিনের রেকর্ড ভেঙে দিলেন বুমরাহ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মেলবোর্নে টেস্টে নয় উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জাসপ্রিত বুমরাহ আইসিসি পুরুষদের টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছেন। একইসঙ্গে তিনি ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডও গড়েছেন।  

বুমরাহ বর্তমানে ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি বোলারদের সর্বকালের র‌্যাংকিং তালিকার ১৭তম স্থানে রয়েছেন, যেখানে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে অবস্থান করছেন। 

বিজ্ঞাপন

এর আগে তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যৌথভাবে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারতীয়দের সর্বোচ্চ রেকর্ডটি ধরে রেখেছিলেন। মেলবোর্নের পারফর্ম্যান্স দিয়ে তিনি সে রেকর্ডটা ভেঙে দিলেন।

তালিকার শীর্ষস্থান দখল করে আছেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি পেসার সিডনি বার্নস (৯৩২) এবং জর্জ লেহম্যান (৯৩১)। তাদের পরে রয়েছেন পাকিস্তানের ইমরান খান (৯২২) এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৯২০)।

বিজ্ঞাপন

এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। মেলবোর্নে ভারতের বিপক্ষে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি অলরাউন্ডার তালিকায় তৃতীয় এবং বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।  

ব্যাটসম্যানদের তালিকায় পাকিস্তানের সৌদ শাকিল তার ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থান অর্জন করেছেন। এছাড়া, ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল চতুর্থ স্থানে উঠে এসেছেন।