বাফুফের এলিট একাডেমির প্রধান কোচ ছোটন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গোলাম রব্বানী ছোটন

গোলাম রব্বানী ছোটন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আবার ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এবার মেয়েদের দলের কোচ হিসেবে নয়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের। নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

বৃহস্পতিবার বাফুফে ভবনে নিজের প্রত্যাবর্তন উপলক্ষে ছোটন সংবাদ মাধ্যমকে বলেন, ‘নতুনভাবে আবার এখানে (বাফুফে) আসলাম। আগে যেমন স্বাধীনভাবে কাজ করেছি, এবারও একইভাবে কাজ করতে পারবো বলে আশাবাদী। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি, যেখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং তাদের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

২০২৩ সালের মে মাসে মেয়েদের ফুটবলের দায়িত্ব ছাড়ার সময় ছোটন বলেছিলেন, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। তবে এবার সেই পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস পেয়েছেন। নতুন বাফুফে কমিটির প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহ-সভাপতি নাসের জাহেদি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা একসঙ্গে ফুটবলারদের উন্নয়নের জন্য কাজ করবো।’

বাফুফের এলিট একাডেমি বর্তমানে বন্ধ থাকলেও অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ছোটনের অভিজ্ঞ নেতৃত্বে এই একাডেমি নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন