লিভারপুল তারকাকে ভাগিয়ে নিতে চায় রিয়াল মাদ্রিদ!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের চুক্তি শেষ হয়ে যাবে। তার ক্লাব বদলের গুঞ্জন তাই মাথাচাড়া দিয়ে উঠছে ভালোভাবেই। তবে এই গুঞ্জনের মাঝে লিভারপুল কোচ আর্নে স্লট জোর গলায় বলছেন আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলের প্রতিই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিবিসি জানিয়েছে রিয়াল মাদ্রিদ জানুয়ারিতেই তাকে দলে ভেড়ানোর জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে। যদিও লিভারপুল সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। এদিকে স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদ চলতি মাসে ২৬ বছর বয়সী ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে কেনার জন্য প্রস্তুত। তবে আর্নে স্লট নিশ্চিত করেছেন যে তিনি কোনো ধরনের গুজবে কান দিবেন না।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের স্টার্টিং লাইন-আপে থাকবেন আলেকজান্ডার-আর্নল্ড। আর্নল্ড একাদশে থাকবেন জানিয়ে স্লট বলেন,‘ সে রবিবার খেলবে এবং আশা করি সে গত ছয় মাসে যে পারফরম্যান্সগুলো দিয়েছে, সেগুলো আবার দেখাবে। সে আমাদের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে রবিবার খেলবে।’

সংবাদ মাধ্যমে দলবদলের গুঞ্জন ছড়ালেও সেটা দলের কারো মানসিকতা প্রভাব ফেলতে পারে না বলে জানান তিনি। স্লট বলেন, ‘যদি আপনি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে খেলেন, তাহলে সবাই সবসময় আপনার সম্পর্কে কথা বলে। কখনো কখনো অন্য ক্লাবের সঙ্গে গুঞ্জন জুড়ে দেয় আপনার। এটা আমাদের খেলোয়াড়দের সঙ্গে অনেকবার ঘটেছে। গত ছয় মাসেও আমাদের খেলোয়াড়দের নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমি মনে করি না যে তাতে তাদের মনোসংযোগে কোনো বিঘ্ন ঘটেছে।’

বিজ্ঞাপন