বর্ডার-গাভাস্কার সিরিজের আলোচিত যত পরিসংখ্যান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে প্রায় দেড় মাস পর শেষ হলো বর্ডার-গাভাস্কার সিরিজ। রোমাঞ্চকর সব মুহূর্ত উপহার দেওয়া এই সিরিজ ইতিহাসের পাতাতেও ছাপ ফেলেছে বেশ, তোলপাড় ফেলেছে রেকর্ড বইয়ে।

সংখ্যায় সংখ্যায় এই সিরিজটাকে দেখে নেওয়া যাক আরও একবার–

বিজ্ঞাপন

১০– বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম হারালো অস্ট্রেলিয়া। দীর্ঘ ১০ বছর পর এই জয়ের স্বাদ পেলো অজিরা।

৩– টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজের জয়ী দল এখন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দলের ৩ দফায় সব দলের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি নেই। টেস্ট খেলুড়ে বাকি ৯ দলের বিপক্ষেই সর্বশেষ সিরিজে জয় আছে- এমন কীর্তি ভারতের আছে দুবার, দক্ষিণ আফ্রিকার একবার।

বিজ্ঞাপন

১৯৯৭– পার্থে প্রথম টেস্টে হেরেও অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে। শেষবার ১-০ তে পিছিয়ে পরেও ১৯৯৭ সালে শেষবার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া ৩-১ এ ইংল্যান্ডের বিপক্ষে।

৯৯৯৯– মাত্র ১ রানের জন্য টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না স্টিভেন স্মিথ। দশ হাজার রান থেকে এক রান দূরে আউট হয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে ৯৯৯৯ রানে আউট হওয়ার ঘটনা আর একটিই আছে-২০১১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের।

৭– এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৭ বারই দুই শর কম রানে অলআউট হয়েছে ভারত। চলতি শতাব্দীতে এক সিরিজে কোনো দলের এত বেশি দুই শর কমে অলআউট ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

৩২– ভারতীয় পেসারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেটে যশপ্রীত বুমরা ও কপিল দেব এখন এক কাতারে। ১৯৭৯-৮০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ৩২ উইকেট নিয়েছিলেন কপিল। এবার তার ই রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরা।

২১.৭৬– বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ। তার উইকেট সংখ্যা ২০। দলের অন্য বোলারদের সঙ্গে বুমরার বোলিং গড়ের পার্থক্য ২১.৭৬| সিরিজে অস্ট্রেলিয়া জিতলেও ব্যক্তিগত সাফল্যে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন বুমরা।