তামিমের বরিশালকে উড়িয়ে জিতল রংপুর

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিরপুরের উইকেটে এবার ভিন্ন দৃশ্যপট। এবারের বিপিএলে রান পাচ্ছেন ব্যাটাররা। আবার বল হাতেও সাফল্য পাচ্ছেন বোলাররা। লো-স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে কমই। সেখানেই কীনা অল্প রানে আউট ফরচুন বরিশাল। এরপর কুয়াশা ভেজা রাতে সাইফ হাসানের অপরাজিত ফিফটিতে অনায়াস জয় পেয়েছে রংপুর রাইডার্স।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা জয় তুলে নিয়েছে রংপুর। বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অল আউট হয়ে উইকেট হারিয়ে ১২৪ রান করে বরিশাল। জবাবে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে নুল হাসান সোহানের রংপুর।

বিজ্ঞাপন

এদিকে মিরপুরে টস হেরে এর আগে ব্যাট করতে নেমে ভালোই করেন তামিম ইকবাল। কিন্তু ভয়ঙ্কর হওয়ার আগেই নাহিদ রানা তুলে নেন তার উইকেট। অধিনায়কের বিদায়ের পর পথ হারায় ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের বোলিং তোপে কোনরকমে ১০০ রান পেরোয় দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৮ রান করেন তামিম। গত ম্যাচের মতো এদিনও ব্যর্থ বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ৯ রান। তাওহিদ হৃদয়ও হতাশ করেন। ফেরেন ৬ বলে ৪ রানে। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুই করতে না পারায় অল্প রানেই শেষ হয় বরিশালের ইনিংস।

বিজ্ঞাপন

এরপর জবাব দিতে নেমে একবারে অনায়াসেই জয় তুলে নেয় রংপুর রাইডার্স। যদিও দলটি শীতের রাতে মিরপুরের উইকেটে শুরুতেই হারায় ২ উইকেট। ১৫ রানে ২ উইকেট হারালেও এরপরই পথ দেখান অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। তাদের ব্যাটেই আসে অনায়াস জয়।

হেলস দলকে জিতিয়ে নটআউট ৪১ বলে ৪৯ রানে। আর সাইফ ৪৬ বলে ৬২ রানে অপরাজিত। ৫ ওভার হাতে রেখেই দারুণ এক জয়!