রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙে সুপার কাপ বার্সেলোনার
বার্সেলোনা ৫ : ২ রিয়াল মাদ্রিদ
ঠিক ঠাক জমজমাট একটা লড়াই হলো না। একেবারে সহজেই এল ক্লাসিক জিতল বার্সেলোনা। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদি আরবের জেদ্দায় ৫-২ গোলে জিতলে হান্সি ফ্লিকের দল। সুপার কাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি গড়ল। কাতালান দলটি এনিয়ে পেলো স্প্যানিশ কাপ ১৫তম ট্রফি।
খেলার প্রথমার্ধেই ম্যাচটা নিজেদের করে নেয় বার্সা।
৫ গোল প্রথম ৪৫ মিনিটে। যদিও প্রথম গোল হজম করে বার্সেলোনা। এরপর ৪ খেয়েছে রিয়াল মাদ্রিদ। জেদ্দার ম্যাচে ৪-১ গোলে এগিয়ে থেকে বার্সা যখন বিরতিতে যায় তখন নিশ্চিত হয়ে যায় বার্সার জয়।
যদিও পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা গোলকিপার ভয়চেক সেজনি। শেষের ৪০ মিনিট বার্সা খেলল ১০ জন নিয়ে। যদিও তাতে লাভ হয়নি রিয়াল মাদ্রিদের। ফাইনালটা শেষ অবধি বার্সেলোনা জিতে ৫-২ গোলে, হেসে-খেলে।
ইতিহাস জানাচ্ছে এই নিয়ে টানা দুটি এল ক্লাসিকোতে রিয়ালের জালে ৪ বা এর বেশি গোল দিল বার্সা। সুপার কাপের শিরোপা জিতল রেকর্ড ১৫ টি।
জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে লেভানদোভস্কি, ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। তাদের ম্যাজিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বস্তির সঙ্গে বার্সা ফিরে পেয়েছে সুপার কাপের ট্রফিও।