হঠাৎ কেন বিপিএল ছাড়লেন কর্নওয়াল?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাহকিম কর্নওয়াল

রাহকিম কর্নওয়াল

তাকে আলাদা করেই চেনা যায়। যদিও সেটা তার খেলার কারণে নয়, তার অবয়বটাই আলাদা একটা পরিচয় এনে দিয়েছে। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১৪০ কেজি। সেই ক্যারিবিয়ান ক্রিকেটার রাহকিম কর্নওয়াল দলে নিয়ে চমক দেখিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে ম্যাচও খেলেছেনও এবার। কিন্তু হঠাৎ করেই শেষ তার বিপিএল অধ্যায়!

চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না কর্নওয়ালের। চোটের কারণে ফিরে গেলেন তিনি। অবশ্য সমস্যা নিয়ে এবার পথচলা শুরু হয়েছিল তার। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে ছিলেন না। দ্বিতীয় ম্যাচেও একাদশে দেখা যায়নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তুলেন ১৮ রান, নেন ১ উইকেট।

বিজ্ঞাপন

সিলেট পর্ব শেষ হতেই তার চোটের ব্যাপারটি আসে সামনে। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানাল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ - চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল। মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ মিস করবে তোমাকে।’

উইন্ডিজের ক্রিকেটার রাহকিম কর্নওয়াল নিজেও মন খারাপ করে গুডবাই জানান। বলেন ‘ফের দেখা হবে।’

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। পয়েন্ট তালিকার ৫ম স্থানে থেকে চাপে আছে দলটি।