এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন (বিবিএসএফ)। আজ বুধবার বনানী ক্লাবে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহনে শুরু হয়েছে এই বাছাইপর্ব। যা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

আগামী ১৫ ফেব্রুয়ারি কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের এবারের আসর। আর বাছাইপর্ব থেকে উত্তীর্ণ দুইজন সেরা খেলোয়াড় ওই আসরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

২০২৪ সালে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় খেলোয়াড়দের র‌্যাংকিং করা সম্ভব হয়নি। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ ক্রীড়া পরিষদের নির্দেশে বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয় ।

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জানুয়ারি মাসে অনুষ্ঠিত সার্ক টুর্নামেন্টে দুইজন খেলোয়াড় পাঠায় বিবিএসএফ । এরই ধারাবাহিকতায় এশিয়ান চ্যাম্পিয়ানশিপের জন্য খেলোয়াড় বাছাই এর প্রক্রিয়াও শুরু করে সংগঠনটি

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিবিএসএফের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএসএফের ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভূঁইয়া, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকারের মেম্বার ইনচার্জ সিফাত আহমেদ চৌধুরী ও বনানী ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল আপন।