ভারতকে শিক্ষা দিতে বললেন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরীতা ছড়িয়ে পড়ে খেলার মাঠেও। পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও দুই দেশের বিতর্ক যেন শেষ-ই হচ্ছেনা। এবার এসব নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

বিতর্কের শুরুটা হয় পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ না করা থেকে। যে কারণে ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাইয়ে। এরপর ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম না রাখা নিয়ে ছড়িয়েছে বিতর্ক। সর্বশেষ উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মাকেও পাকিস্তানে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে ভারত।

বিজ্ঞাপন

ভারতের একের পর এক এমন অপেশাদার আচরণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে আপাতত চুপ থাকার পরামর্শ দিয়েছেন বাসিত। তিনি চাইছেন পাকিস্তান এখন চুপ থেকে ভারতের এসব ব্যবহারের প্রতিশোধ নেবে ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে সময় পাকিস্তানও ভারতের মত একই ভাবে শর্ত জুড়ে দিয়ে ভারতের মাঠে খেলবে না।

ইউটিউবে বাসিত আলি ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্য করে বলেন, ‘পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না ভারত। রোহিত শর্মাও পাকিস্তানে যাবে না। কিন্তু তাতে হতাশ হচ্ছেন কেন? চুপ থাকাই সেরা উত্তর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। পাকিস্তানও ভারতের নাম জার্সিতে না ছাপাতে পারে। এমনকি অধিনায়কেরও যাওয়া উচিত নয়। একই কাজই করা উচিত।’

বিজ্ঞাপন

মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানও ভারতের মাটিতে খেলবে না সে শর্তেই পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের জন্য রাজি হয়েছে। আর জার্সিতে নাম লেখা প্রসঙ্গে আইসিসি ইতোমধ্যেই জানিয়েছে যে, ভারতকে আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা জার্সি নিয়েই খেলতে হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের।