প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে জবি

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-09 22:18:53

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫০১ প্লাস।

বুধবার (৯ আগস্ট) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়।

টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র‌্যাঙ্কিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন ; আন্তর্জাতিক দেশিয় ছাত্র; শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ; মান ও পরিবেশ; গবেষণার সুনাম; আয় ও গবেষণা প্রবন্ধের গুনগুন মান ও গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাবসমূহ বিশ্ববিদ্যালয় গুলো র‌্যাঙ্কিংয়ের বিচার বিশ্লেষণ করে থাকে।

টাইমস হাইয়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত কমিটির সদস্য মো. আরিফুল আবেদ বলেন, বিশ্বের মর্যাদাপূর্ণ র‌্যাঙ্কিং হিসেবে বিবেচনা করা হয়। আমরা প্রায় দুই বছর আগে থেকে বিশ্ব মানের র‌্যাঙ্কিংয়ে আশার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ২০২৫ সালের জন্য প্রকাশিত তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছে তা আমাদের জন্য অবশ্যই সম্মানের।

Related News