শেকৃবির নতুন প্রো-ভিসি ড. বেলাল, ট্রেজারার আবুল বাশার

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেকৃবির নতুন প্রো-ভিসি ড. বেলাল, ট্রেজারার আবুল বাশার

শেকৃবির নতুন প্রো-ভিসি ড. বেলাল, ট্রেজারার আবুল বাশার

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য ও ট্রেজারার পদে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী ৪ বছরের জন্য অধ্যাপক ড. বেলাল হোসেন ও অধ্যাপক আবুল বাশারকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপ-উপাচার্য পদে নিয়োগপ্রাপ্ত ড. বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত আবুল বাশার বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে শেকৃবি উপাচার্য পদত্যাগ করলেও ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম পদত্যাগ না করায় আজ ভিন্ন এক বিজ্ঞপ্তিতে তাকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১২(১) ও ১৩(১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই আদেশ দেওয়া হয়।