সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

, ক্যাম্পাস

জাবি, করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-10 07:51:35

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্যদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা৷

সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

এসময় আরিফ সোহেলের ওপর হামলা কেন; প্রশাসন জবাব দে; সন্ত্রাস লীগের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও; গোলামী না আজাদী - আজাদী আজাদী; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ারের সঞ্চালনায় সংগঠনটির জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, গতকালকে আরিফ সোহেলের ওপর হামলা থেকে শুরু করে আয়ানের ওপর হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সবই একই সূত্রে গাঁথা। এই ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে৷

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে জুলাইয়ে হামলাকারীদের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেসব শিক্ষক গণহত্যার পক্ষ নিয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে৷ অন্যথায় বর্তমান উপাচার্য কামরুল আহসানের অবস্থা সাবেক উপাচার্য নুরুল আলমের মতোই হবে।

৫০তম ব্যাচের শিক্ষার্থী ফারহানা বিনতে ফারিনা বলেন, কেন্দ্রীয়ভাবে রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত সমন্বয়কদের ওপর বারবার হামলা হচ্ছে। সেসব হামলা ছিনতাইয়ের নামেই হোক বা অন্য যেকোনোভাবে হোক, আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে ফ্যাসিস্টদের মদদপুষ্টরাই এসব হামলা করছে। সরকার ও প্রশাসনকে মনে রাখতে হবে, তাদের বৈধতা আমাদের এই আন্দোলন ও বিপ্লবের মাধ্যমেই নির্ধারিত। তারা যদি আমাদের বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বা গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে তাদের পতনও অনিবার্য৷

Related News