যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়নমূলক ও দাতব্য সংস্থা ভলায়ান্টিয়ারি সার্ভিস ওভার সীস (ভি এস ও বাংলাদেশ) হতে ২০২৪ এ সেরা ভলায়ান্টিয়ারি পুরস্কার লাভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের পদার্থ বিজ্ঞান মেহেদী হাসান রাব্বি।
তিনি তার সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এর স্বীকৃতি স্বরুপ উক্ত পুরস্কার লাভ করেন।
গত ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এই পুরস্কার দেওয়া হয়। উক্ত আয়োজনে সারা দেশ হতে সেরা ২০ জন ভলান্টিয়ারকে বেস্ট ভলান্টিয়ার হিসেবে মনোনীত হয়েছিলো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশনের কান্ট্রি ডিরেক্টর ড.রুবাবা খন্দকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.খন্দকার মোকদ্দেম হোসাইন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোলান্ড ফরবেস, ইউ এন এফ পির কান্ট্রি ডিরেক্টর মাসাকি ওয়াটাবে, সুইডেন দুতাবাস এর ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস ব্যাকস্ট্রোম, ইউএসএআইডি বাংলাদেশের মানবাধিকার বিষয়ক ডিরেক্টর এলেনা জে ট্যান্সি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. এন্ড্রে কারস্টেন।
পুরস্কার প্রাপ্তির অনুভুতি জানাতে গিয়ে মেহেদী হাসান রাব্বি বলেন,স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এই স্বীকৃতি পেলাম, এই অর্জন আমার স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবকদের।
উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন নানা বিধ মানবিক ও তরুনদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটি এখন পর্যন্ত এসডিজির ১৩ টা প্রজেক্ট নিয়ে কাজ করছে। তরুন এই সংগঠকের জন্ম রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন চর কান্দিনায়। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যায়ন করছেন।