ধর্ষণের আলোচিত ঘটনা নিয়ে মম

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-02 20:19:31

২০২০ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। 

প্রীতি দত্তের পরিচালনায় তৈরি এই নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। নাটকটিতে মম ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহমুদুল ইসলাম মিঠু, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। মম বললেন, ‘ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ঘটনার ছায়া অবলম্বনে এই নাটক। কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এল। এই ধরনের চরিত্রে কাজ করাটা সত্যি সত্যিই বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানান চরিত্রে আসা লাগে।’

 ‘টু বি অর নট টু বি’ নাটকে মম ও আজাদ আবুল কালাম

নাটকটির পরিচালক প্রীতি দত্ত জানালেন, ঢাকার একটি সংবাদপত্রের কার্যালয়, উত্তরা এবং দিয়াবাড়ি এলাকায় ‘টু বি অর নট টু বি’ নাটকের শুটিং করেছেন। নাটকটিতে মম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আজাদ আবুল কালাম সাংবাদিক এবং সিএনজিচালিত অটোরিকশাচালক চরিত্রে মোহাম্মদ ইকবাল হোসাইন অভিনয় করেছেন।

জাকিয়া বারী মম । ছবি: নূর এ আলম

প্রীতি বললেন, ‘আমি তো নারীবিষয়ক কয়েকটি গল্পের কাজ করেছি। নারীদের উন্নয়ন, চাওয়া, অধিকার যা–ই বলি না কেন—যেকোনো ইস্যুই আমাকে অনেক বেশি টানে। আমার মনে হয়, ধর্ষণের মতো ঘটনা হচ্ছে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট ঘটনা—যা একজন নারীর জীবনে ঘটে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার রেশ বয়ে বেড়াতে হয়। প্রতিবছর ধর্ষিত নারীর সংখ্যাও অবিশ্বাস্য, একটা সভ্য সমাজে। আমি সব সময় চেষ্টা করি, এটা হওয়া উচিত না এসব বলার। একজন নারীর জীবনে এই ধরনের ঘটনার আফটার ইফেক্ট কি ঘটে, ওই চিন্তাটা মাথায় নিয়ে নাটকটি বানানো। নাটকটির লেখক অদিতি করিমও ধর্ষণের সেই ঘটনায় বেশ মর্মাহত ছিলেন।’

প্রীতি দত্তের সঙ্গে কথা প্রসঙ্গে বলা হচ্ছি মমর কথাও। তিনিও একমত হয়ে জানালেন, মম আপু যে বললেন, এই ধরনের গল্পে কাজ করার সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকতে হয়, এটা শতভাগ সত্যি।

জাকিয়া বারী মম । ছবি: নূর এ আলম

প্রীতি বললেন, ‘প্রথমত পরিচালককে চরিত্রটা ধারণ করতে হয়, বিশ্বাস করতে হয়। এরপর অভিনয়শিল্পীকেও। আমরা যখন শুটিং সেটে মজার গল্প বা কৌতুকধর্মী কোনো গল্পে কাজ করলে হাসাহাসি হয়, অনেক ফান হয়। কিন্তু এই ধরনের গল্পে যখন কাজ করি, বলা যায় ওই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সংলাপ নিয়েও ভাবতে হয়, তখন তা সবার মনোজগতে প্রভাব ফেলে। মম আপু কিন্তু কখনো গ্লিসারিন দিয়ে কাঁদেন না, এই নাটকে তেমনটা হয়েছে। ওই সময় তো ক্যামেরার আশপাশের প্রত্যেকটা মানুষের চেহারা, মনে হয়েছে—ওই মুহূর্তকে ছুঁয়ে গেছে।’

 ‘টু বি অর নট টু বি’ নাটকে মম, পরিচালক প্রীতি দত্ত ও আজাদ আবুল কালাম

পরিচালক প্রীতি দত্ত জানালেন, চলতি মাসে যেকোনো সময়ে নাটকটি পূর্ণতা ই-টেইনমেন্টের ইউটিউবে প্রচারিত হবে।

Related News