সেরা অর্গানাইজারের বিজিসিএফ অ্যাওয়ার্ড পেলেন স্বপন

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-02 20:57:51

মো. স্বপন মিয়া বাংলাদেশের একজন সফল তরুণ সংগঠক ও মিডিয়া পার্সোনালিটি। শাহরিয়ার স্বপন নামে তার পরিচিতি গড়ে উঠেছে দেশের অন্যতম বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বাইফা’র ফাউন্ডার হিসেবে।

এছাড়া তিনি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’সহ নানা ধরনের ইভেন্ট অর্গানাইজ করে আসছেন বিগত এক দশক ধরে। কাজের স্বাীকৃতিস্বরূপ দেশ-বিদেশের নানা সম্মাননাও পেয়েছেন। তারমধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, দুবাইসহ নানা দেশের পুরস্কার।

মো. স্বপন মিয়া সম্প্রতি ভারত থেকে পেয়েছেন ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪’

সম্প্রতি ভারত থেকে পেয়েছেন ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪’। তরুণ সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার সংগঠক হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি ভারতের কলকাতায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শাহরিয়ার স্বপন। তার হাতে পুরস্কার তুলে দেন কলকাতার স্বনামধণ্য ব্যক্তিবর্গ।

আর এবার তিনি ভূষিত হলেন বিজিসিএফ অ্যাওয়ার্ডসে। সেরা ইভেন্ট অর্গানাইজার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে এই পুরস্কার হাতে তুলে দেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। গত ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হয় সিজিসিএফ পুরস্কারের তৃতীয় আসর।

বিজিসিএফ অ্যাওয়ার্ডসে সেরা ইভেন্ট অর্গানাইজার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে স্বপনকে এই পুরস্কার দেওয়া হয়েছে

পুরস্কার পেয়ে স্বপন বলেন, ‘বিগত এক দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছি। প্রতিটি ইভেন্টের মাধ্যমে সমাজের জ্ঞাণী-গুণী মানুষদের সম্মান প্রদাণের চেষ্টা করি। দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে নারীশক্তির জয়কে সেলিব্রেট করতে নারী দিবস সম্মাননাসহ নানা ধরনের আয়োজন করে আসছি। এছাড়া সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মান থেকে দেশসেরা শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে একাধিক বড় পরিসরের আয়োজন করে থাকি। আগামীতে দেশের বাইরেও এ ধরনের কাজের মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ইচ্ছে। অর্থাৎ আমার সকল কাজই সমাজে শান্তি ও পজিটিভিটি ছড়িয়ে দেবার জন্য। আমার কাজের যথার্থ মূল্যায়ন দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

Related News