সৌদির চলচ্চিত্র উৎসবে সেরা ছবি পেলো কোটি টাকার পুরস্কার

সিনেমা, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-15 13:24:07

শেষ হয়ে গেলো সৌদি আরবের আলোচিত চতুর্থ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে গোল্ডেন ইউসর সেরা সিনেমার পুরস্কার জিতেছে তিউনিসিয়ার সিনেমা ‘রেড পাথ’। এটি পরিচালনা করেছেন লটফি আচৌর। সেরা এই সিনেমা পাচ্ছে এক লাখ ডলার পুরস্কার, যা টাকার অঙ্কে ১ কোটি ২৫ লাখ টাকা। হলিউড বলিউডের প্রথমসারির তারকাদের উপস্থিতিতে মুখরিত ছিলো এবারের আয়োজন। সম্মানসূচক পুরষ্কার পেয়েছেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস ও হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় একটি গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। গ্রামের দুই কিশোর পাহাড়ে মেষ চড়াতে যায়। যেখানে দুই কিশোর নানা গল্পে, হাসি-ঠাট্টায় প্রতিদিনের মতো মেতে ওঠে। এর মধ্যে হঠাৎ করেই তাদের ওপর একদল লোক আক্রমণ করে। মুহূর্তেই যেন হারিয়ে যায় তাদের হাসি। এই দুই কিশোরের নাম আশরাফ ও নাজির। আক্রমণকারীরা নাজিরের ওপর বেশি অত্যাচার চালায়, যা নাজিরের পরিবারের জন্য ভয়ংকর এক বার্তা নিয়ে আসে। সিনেমাটি এর আগে লোকার্ন চলচ্চিত্র উৎসবে মূল শাখায় প্রতিযোগিতা করে। এর আগে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল।

সেরা সিনেমা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ‘রেড পাথ’ সিনেমার দৃশ্য

সৌদির সিনেমার ওপর তখনো নিষেধাজ্ঞা চলছিল। সেই সময়েই বাধার মধ্যে ২০১৬ সালে তৈরি করা হয় ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমাটি। দীর্ঘ ৮ বছর পরে সেই সিনেমা এবারের আয়োজনে প্রিমিয়ার হয়। পরে বিচারকদের রায়েও বাজিমাত করেছে। ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমার অভিনেত্রী রৌলা দাখেলাল্লাহ ‘চোপার্ড ইমার্জিং সৌদি ট্যালেন্ট’ পুরস্কার জিতেছেন। তবে এই অভিনেত্রী পুরস্কার পাওয়ার আগে গণমাধ্যমে জানান, সিনেমার অঙ্গনে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। বন্ধুদের সহযোগিতা করাই উদ্দেশ্য। পুরস্কারের পর প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘আমার হৃদয়টা সব সময়ই সিনেমা ও শিল্পের সঙ্গে যুক্ত। আমি সব সময় এমন মুহূর্তের স্বপ্ন দেখে এসেছি।’

জুরি পুরস্কার পাওয়া ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমায় সহশিল্পীর সঙ্গে অভিনেত্রী রৌলা দাখেলাল্লাহ

দীর্ঘ ৩৫ বছর সৌদি আরবে সিনেমার ওপর নিষেধাজ্ঞা ছিল। অতি রক্ষণশীলতাসহ বেশ কিছু কারণে সৌদি সরকার সিনেমার ওপর এই নিষেধাজ্ঞা দেয়। পরে দেশটির সরকার ২০১৮ সালে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেয়। বাতিল হয় নিষেধাজ্ঞা। সেই সময়েই সৌদি সরকার সাংস্কৃতিক অঙ্গনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। শুধু সিনেমা হল নির্মাণই নয়, সাংস্কৃতিক অঙ্গনে বড় পরিবর্তন আনা হয়। বড় পরিসরে সৌদি সরকার রেড সি চলচ্চিত্র উৎসবের আয়োজনের ঘোষণা দেয়। উৎসবে ছিল হলিউড তারকা উইল স্মিথ, অ্যান্ডু গারফিল্ড, অভিনেত্রী এমিলি ব্লান্ট, নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া দম্পতি, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো, বলিউডের আমির খান, কারিনা কাপুর, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেক আনর্জাতিক তারকার উজ্জ্বল উপস্থিতি।

কারিনা কাপুর খান অংশ নেন রেড সি ফেস্টিভ্যালে

এবারের রেড সি উৎসবে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় বাংলাদেশের সিনেমা সাবা। উৎসবে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসাইন ও প্রধান চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে সিনেমাটি কোনো পুরস্কার পায়নি। উৎসবে প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। ৫ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হয় গতকাল ১৪ ডিসেম্বর।

রেড সি ফেস্টিভ্যালে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। সেই ‘সাবা’ ছবির পরিচালক মাকসুদ ও অভিনেত্রী মেহজাবীনের দেখা হয়ে যায় হলিউড তারকা উইল স্মিথের েসঙ্গে

একনজরে উৎসবের মূল পুরস্কারগুলো

গোল্ডেন বেস্ট ফিচার ফিল্ম: রেড পাথ

সেরা অভিনেতা: মাহমুদ বাকরি

সেরা অভিনেত্রী: মরিয়ম শেরিফ

চোপার্ড ইমার্জিং সৌদি ট্যালেন্ট: রৌলা দাখেলাল্লাহ

সিলভার বেস্ট ফিচার ফিল্ম: টু আ ল্যান্ড আননোন

রেড সি ফেস্টিভ্যালে বক্তব্য রাখছেন রণবীর কাপুর

সেরা পরিচালক: লটফি আচৌর

জুরি প্রাইজ: খালেদ মানসুর

সেরা তথ্যচিত্র: স্টেজ অব সাইলেন্স

সেরা চিত্রনাট্য: ওদয় রাশিদ

সিনেম্যাটিক অ্যাচিভমেন্ট: টু কিল আ মঙ্গোলিয়ান হর্স

সম্মানসূচক পুরষ্কার: হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস ও হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া

রেড সি ফেস্টিভ্যালে সম্মানসূচক পুরষ্কার গ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

Related News