বলিউড অভিনেতা নবাব সাইফ আলী খানের বাড়ির হামলার ঘটনা এখন হট টপিক। পুলিশের তদন্ত মতে, হামলাকারী বাংলাদেশী হওয়ায় ভারত ও বাংলাদেশ, দুইদেশেই আলোচনার তুঙ্গে সাইফ হামলা ইস্যু। অপরাধী শরিফুলের ডিএনএ’র সঙ্গে সাইফের বাড়ির ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে, অপরাধে ব্যবহৃত সামগ্রীও খুঁজে পাওয়া গেছে, এমনকি পুলিশের ভাষ্যমতে অপরাধী দেশে ফেরার জন্য রাতারাতি টাকা উপার্জনের জন্য হামলা করার কথাও জানিয়েছেন। তবুও যেন এই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শেষই হচ্ছে না। এবার অভিযুক্ত শরীফুলেল বাবা দাবি করলেন, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে; সিসিটিভি’তে দেখা ব্যক্তিটি শরিফুল নন।
১৬ জানুয়ারি যে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মুম্বাইয়ে কর্মরত বাংলাদেশী নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করা হয়। যদিও শরিফুলের বাবা এ কথা স্বীকার করতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুলের বাবা মহম্মদ রহুল আমিন ফকির দাবি করেন, ‘সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গিয়েছে সে আমার ছেলে নয়। আমার ছেলে গত ৩০ বছরে কখনো চুল এত বড় রাখে নি। সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে আমার ছেলের চেহারার মিল নেই। বাংলাদেশের কর্মক্ষেত্রে টালমাটাল অবস্থার জন্য সে ভারতে যায় এবং সেখানে সে বেশ ভালোভাবে দিন পার করছিল।’
তিনি আরও বলেন,‘ আমার ছেলে বেশ কর্মঠ। ভালো কাজ করার জন্য কর্মক্ষেত্রে পুরস্কারও পেয়েছে। পশ্চিমবঙ্গের চেয়ে মুম্বাইতে বেতন বেশি হওয়ায় সে মুম্বাই’তে চলে যায়।’ শরিফুলের বাবা আরও জোর দিয়ে বলেন, একজন তারকার বাড়িতে এভাবে পরিকল্পনা করে হামলা করা কোনোভাবেই তার ছেলের পক্ষে সম্ভব হতে পারেনা।
তবে অভিযুক্তর পরিবার যে কেবল সন্দেহ প্রকাশ করছেন , তা নয়। এত গুরুতর চোট পেয়ে, আইসিইউতে ভর্তি হয়েও এত দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ব্যাপারটাও অনেকে হজম করতে পারছেন না। নিজে সোজা হয়ে হেঁটে হাসপাতাল থেকে বের হওয়াতেও অনেকে সন্দিহান আদৌ কি সাইফের উপর হামলা হয়েছিল? অবশ্য সাইফের পক্ষে অনেক ভক্ত থেকে শুরু করে তারকারাও এইসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন।