প্রথম বই প্রকাশ প্রথম ক্যাসেটের মতো অনুভূতি: ফাহমিদা নবী
নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তার গানের ভক্ত সবাই। কিন্তু যারা তাকে ফেসবুকে অনুসরন করেন তারা জানেন, মনের কথা সুন্দর শব্দ-বাক্য বিন্যাসে ব্যক্ত করতেও তার জুড়ি নেই।
ফেসবুক যেন ফাহমিদার নিজস্ব ডায়েরি। তাই খুব বড় বিষয়ে যে লিখতে হবে না নয়, একেবারেই মনের সুক্ষ অনুভূতির কথা, দৈনন্দিন যাপনের ঘটনা তিনি লিখে ফেলেন ফেসবুকে। তার সেই লেখাগুলো সবাই খুব পছন্দ করেন।
তবে এবার আর ফেসবুকে নয়, ফাহমিদা নবীর লেখা আসছে মোড়কে বন্দী হয়ে! অর্থাৎ বই প্রকাশিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর। বলা প্রয়োজন, এটিই তার প্রথম বই। যার নাম তিনি দিয়েছেন ‘ফাহমিদা নবীর ডায়েরি’। একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশনী থেকে বইটি বের হচ্ছে।
এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে ফাহমিদা বার্তা২৪.কমকে বলেন, ‘সেই যে প্রথম গানের ক্যাসেট বেরিয়েছিল, তখন যেমন অনুভব করেছিলাম এখন প্রথম বই প্রকাশের লগ্নে একইরকম লাগছে। একটা নতুন জিনিস করতে যাচ্ছি, পাঠকরা কিভাবে নেবে সেটা নিয়ে ভাবনা রয়েছে। একইসঙ্গে এই অন্তর্জালের যুগে একটা ছাপা বই ধরে দেখার অনুভূতিটাও অণ্যরকম সুন্দর। সুন্দর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করতে চাই একুশে বইমেলার প্রথম সপ্তাহে। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।’
বইটির প্রচ্ছদ ফেসবুকে প্রকাশ করে এই শিল্পী লিখেছেন, ‘লিখতে ভালো লাগে সেই ছোটবেলা থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করতো। আম্মাকে দেখতাম বই পড়তেন, ডায়েরি লিখতেন, ভীষণ ভালো লাগতো। আমিও লেখার চেষ্টা করতাম, এখনও করছি।'
তিনি আরও বলেন, ‘‘গানের কথা থেকে যে জীবনবোধ তৈরি হয় আর চারপাশের যাপিত জীবন যে অভিজ্ঞতা হয় তার কোনটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে ইতিবাচকভাবে সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা; সেগুলোকে উপলব্ধি, অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা ও বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায় সহজ সমাধানের লক্ষ্যে। অন্যের গল্প আর সেই সাথে নিজের উপলব্ধির ব্যাখ্যাগুলোর মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক, আপন উপলব্ধিতে বাঁচতে শিখুক। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়।
সে কারনেই ফেসবুক পেইজে ফাহমিদা নবী’স ডায়েরিতে নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেইজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক, যেখানে সব লেখা একসাথে থাকবে। তাদের চাওয়ার ইচ্ছে পূরন করতেই এই বই। পাঠকের প্রতি ভালোবাসা রইলো আমাকে উৎসাহিত করবার জন্য। স্বপ্ন, সত্য এবং ইতিবাচকতায় যে বাস্তব চিন্তাগুলোকে আমি ডায়েরিতে তুলে ধরেছি, তা আজ সকলের মিলিত প্রচেষ্টায় একটি বই আকারে রূপ নিতে পারলো। ধন্যবাদ শব্দশিল্প প্রকাশনীকে। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে, উপলব্ধি করলে সার্থক হবে আমার ডায়েরি।’’
এমন কি কিছু আছে যা করা বাকী রয়ে গেলো? জানতে চাইলে ফাহমিদা নবী বলেন, ‘আমি গান আর লেখিলেখি নিয়েই আছি। গানের স্কুল ‘কারিগরী’ নিয়ে ব্যস্ত থাকি। এখন আমার একটা ইচ্ছে আছে দেশে এবং দেশের বাইরে বাচ্চাদের নিয়ে কিছু কাজ করতে চাই। কারণ তারাই তো আসলে ভবিষ্যতে আমাদের দেশের সংস্কৃতিকে নিয়ে যাবে সামনের দিকে।’