চমকে ভরা ৯৭তম অস্কার মনোনয়ন

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মনোনয়ন পাওয়া ছবির পোস্টারের কোলাজ

মনোনয়ন পাওয়া ছবির পোস্টারের কোলাজ

গোল্ডেন গ্লোব ও বাফটার পর এবার অস্কারেও সর্বোচ্চ মনোনয়ন পেল জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ছবিটি ১৩টি মনোনয়ন পেলেও এই ছবির অভিনেত্রী সেলেনা গোমেজ মনোনয়ন পাননি। এ ছবির জন্য গত বছর কান উৎসবে তিনি সেরা অভিনেত্রী হয়েছিলেন।

কান চলচ্চিত্র উৎসবে সেলেনা গোমেজ

অন্যদিকে ‘মারিয়া’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির অভিনয় আলোচিত হলেও তিনি সেরা অভিনেত্রীর দৌড়ে নেই। একইভাবে বলা যায় ডেনজেল ওয়াশিংটন, টিলডা সুইনটন আর পামেলা অ্যান্ডারসনের কথাও। ‘গ্ল্যাডিয়েটর ২’, ‘দ্য রুম নেক্সট ডোর’ ও ‘দ্য লাস্ট শোগার্ল’-এর জন্য অনেকেই ভেবেছিলেন যে তারা সেরা অভিনেতার মনোনয়ন পাবেন, কিন্তু কেউই পাননি। ‘কুইয়ার’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন ড্যানিয়েল ক্রেগ। তিনিও অস্কারে নেই।সমালোচকদের মতে গত বছরের অন্যতম সেরা ছবি ছিল ‘বেবিগার্ল’। অনেকেই নিশ্চিত ছিলেন যে এ ছবির জন্য নিকোল কিডম্যান সেরা অভিনেত্রীর মনোনয়ন পাবেন, কিন্তু অস্ট্রেলিয়ান অভিনেত্রীও নেই অস্কারে।

বিজ্ঞাপন
মেগা স্টার অ্যাঞ্জেলিনা জোলি

অনুমিত অনেক নাম যেমন নেই, তেমনই আবার আছে চমক জাগানিয়া নামও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’ নিয়ে কেউই তেমন আশাবাদী ছিলেন না। কিন্তু অস্কারে গুরুত্বপূর্ণ দুই বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি (সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতা)।

গত বছর অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবির জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী হন ডেমি মুর। দীর্ঘ ক্যারিয়ারে এটাই ছিল তার প্রথম বড় কোনো পুরস্কার। এ ছবির জন্য অস্কারেও সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন
‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় ডেমি মুর

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী র‍্যাচেল সেনট ও অভিনেতা বোয়েন ইয়াং। গত বছরের আলোচিত দুই সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’। এ দুটি ছবিও বাগিয়েছে ১০টি করে মনোনয়ন। বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’ ও ভ্যাটিক্যান থ্রিলার ‘কনক্লেভ’ পেয়েছে ৮টি করে মনোনয়ন।

অস্কারে মনোনীত হয়েছে ভারতীয় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’। ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে। অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এ সিনেমার অন্যতম প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লির এক পোশাক কারখানায় কাজ করা দুই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

প্রিয়াঙ্কা চোপড়া

চলতি মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে দুইবার পিছিয়েছে অস্কার মনোনয়ন। আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) অস্কার আয়োজনে থাকবে দাবানলের প্রসঙ্গও। একাডেমির প্রধান নির্বাহী বিল কারমার এএফপিকে জানিয়েছেন, অস্কারে দাবানলের উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখা সাহসী যোদ্ধাদের শ্রদ্ধা জানানো হবে।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় অস্কার মনোনয়ন

সেরা ছবি

‘আনোরা’

‘দ্য ব্রুটালিস্ট’

‘আ কমপ্লিট আননোন’

‘কনক্লেভ’

‘ডুন: পার্ট টু’

‘এমিলিয়া পেরেজ’

‘আই অ্যাম স্টিল হেয়ার’

‘নিকেল বয়েজ’

‘দ্য সাবস্ট্যান্স’

‘উইকেড’

‘এমিলিয়া পেরেজে’ সিনেমার পোস্টার

সেরা নির্মাতা

শন বেকার, ‘অনোরা’

ব্র্যাডি করবেট, ‘দ্য ব্রুটালিস্ট’

জেমস ম্যানগোল্ড, ‘আ কমপ্লিট আননোন’

জ্যাক অঁদিয়ার, ‘এমিলিয়া পেরেজে’

কোরালি ফারগেট, ‘দ্য সাবস্ট্যান্স’

 ‘এ কমপ্লিট আননোন’ সিনেমায় কিংবদন্তি সঙ্গীতকার বব ডিলানের ভূমিকায় টিমোথি শ্যালামে

সেরা অভিনেতা

অড্রিয়েন ব্রডি, ‘দ্য ব্রুটালিস্ট’

টিমোথি শ্যালামে, ‘এ কমপ্লিট আননোন’

কোলম্যান ডোমিঙ্গো, ‘সিং সিং’

রেফ ফাইঞ্জ, ‘কনক্লেভ’

সেবাস্তিয়ান স্ট্যান, ‘দ্য অ্যাপ্রেনটিস’

মিকি ম্যাডিসন

সেরা অভিনেত্রী

সিনথিয়া আরিভো, ‘উইকেড’

কারলা সোভিয়া গ্লাসকোন, ‘এমিলিয়া পেরেজ’

মিকি ম্যাডিসন, ‘আনোরা’

ডেমি মুর, ‘দ্য সাবস্ট্যান্স’

ফারনান্দো তোরেস, ‘আই’য়্যাম স্টিল হেয়ার’

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার দৃশ্যে গাই পিয়ার্স

সেরা প্বার্শ অভিনেতা

ইউরা বোরিসো, ‘আনোরা’

কিয়েরান কুলকিন, ‘এ রিয়েল পেইন’

এডওয়ার্ড নরথন, ‘এ কমপ্লিট আননোন’

গাই পিয়ার্স, ‘দ্য ব্রুটালিস্ট’

জেরেমি স্ট্রং, ‘দ্য অ্যাপ্রেন্টিস’

আরিয়ানা গ্রান্দে

সেরা প্বার্শ অভিনেতা

আরিয়ানা গ্রান্দে, ‘উইকেড

মনিকা বারবারো, ‘এ কমপ্লিট আননোন’

ফেলিসিটি জোন্সস, ‘দ্য ব্রুটালিস্ট’

ইসাবেলা রোজেলিনি, ‘কনক্লেভ’

জোয়ি সালডানা, ‘এমিলিয়া পেরেজ’

‘উইকেড’ সিনেমার পোস্টার

সেরা আবহসঙ্গীত

‘দ্য ব্রুটালিস্ট’

‘কনক্লেভ’

‘এমিলিয়া পেরেজ’

‘উইকেড’

‘দ্য ওয়াইল্ড রোবট’

‘এলটন জন: নেভার টু লেট’ সিনেমার পোস্টার

সেরা মৌলিক গান

নেভার টু লেট, ‘এলটন জন: নেভার টু লেট’

এল মাল, ‘এমিলিয়া পেরেজ’

মি কামিনো, ‘এমিলিয়া পেরেজ’

লাইক এ বার্ড, ‘সিং সিং’

দ্য জারনি, ‘দ্য সিক্স ট্রিপল এইট’


সেরা অ্যানিমেশন ছবি

‘ফ্লো’

‘ইনসাইড আউট ২’

‘মেময়ার অব আ স্ন্যাল’

‘ওয়ালেস অ্যান্ড গ্রোমিট ভেনজেন্স মোস্ট ফাউল’

‘দ্য ওয়াইল্ড রোটট’

‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ সিনেমার পোস্টার

সেরা আন্তর্জাতিক সিনেমা

‘এমিলিয়া পেরেজ’

‘ফ্লো’

‘দ্য গার্ল উইথ দ্য নিডল’

‘আই’য়্যাম স্ট্রিল হেয়ার’

‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিড’

‘ব্ল্যাক বক্স ডায়েরিজ’-এর পোস্টার


সেরা তথ্যচিত্র

‘ব্ল্যাক বক্স ডায়েরিজ’

‘নো আদার ল্যান্ড’

‘পোরসেলিন ওয়ার’

‘সাউন্ডট্র্যাক টু আ কুপ ডে’টা’।