নববধূর বিয়ের গাউনে ফুটবল ম্যাচ প্রদর্শন

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-06 18:50:53

ওরেগন ডাক ও উইসকনসিন ব্যাজারের মধ্যকার ফুটবল ম্যাচ মিস করতে না চাওয়ায় নববধূর বিয়ের গাউনে প্রজেক্টরের মাধ্যমে ম্যাচটি দেখিয়েছেন কেনেডি স্যাভেজ। 

নববধূর এই ভিন্ন রকম গাউন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ বিস্তার লাভ করেছে বলে জানিয়েছে গালফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, কেনেডি স্যাভেজ নামের এক মার্কিন নববধূ তার বিয়ের রিসেপশনে গাউনে একটি ফুটবল ম্যাচ দেখিয়েছেন। 

গত ১৬ নভেম্বর (শনিবার) রেগন ডাক ও উইসকনসিন ব্যাজারের মধ্যকার ম্যাচ ছিল। তবে একই দিনে কেনেডি স্যাভেজের বিয়ের রিসিপশন ছিল। 

কিন্তু কেনেডি স্যাভেজ কোনোভাবেই ম্যাচটি উপভোগ করা থেকে নিজেকে বিরত রাখতে ইচ্ছুক ছিলেন না। তাই তিনি খেলাটি প্রজেক্টরের মাধ্যমে তার গাউনে দেখিয়েছেন। পরবর্তীতে দেয়ালের মধ্যে খেলাটি প্রদর্শিত হয়েছে।

এছাড়া, এইদিন কেনেডি স্যাভেজের প্রিয় দল ওরেগন ডাক জয় লাভ করেছে।

বিয়েতে ভিন্নধর্মী এই প্রদর্শনীর একটি ভিডিও টিকটকে ৫৪৪০০০ এরও বেশি মানুষ দেখেছে। এছাড়া ভিডিওটিতে ৬৬৯০০ জন লাইক করেছেন। 

এই সিদ্ধান্ত বেশ স্বাচ্ছন্দের সঙ্গেই গ্রহণ করেছে নেটিজেনরা। একজন লিখেছে, ‘এ ধরনের নববধূদের আমি ভালোবাসি’। 

Related News