বিয়ের পিঁড়িতে বসে লুডু খেলে আলোচিত নতুন বর
শীত মানেই বিয়ের মৌসুম। বছরের শেষ সময়ে ছুটি থাকায় সুযোগটা অনেকেই কাজে লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। অনেকে বিয়েতে নানারকম মজার কাণ্ড ঘটে, অনেক ঘটনা আবার ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। তেমনই এক মজার কাণ্ড ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের কোলকাতার একটি বিয়ের দৃশ্য।
বিয়ের পিঁড়িতে বসেও বিয়েতে নয় বরং খেলায় মন বরের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ইউজারের অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়। দেখা যায়, বিয়ে করতে বসেছে নতুন বর। পেছনে তার বন্ধুরা বসে বিয়ে উপভোগ করছে। সেসময় পুরোহিতের বলা মন্ত্রপাঠে নয়, বরের মন রয়েছে অন্যদিকে।
সামনে বিয়ের যজ্ঞ রেখে পিঁড়িতে বসেই পেছনে ঘুরে লুডু খেলায় ব্যস্ত হয়ে রয়েছে বর। সামনে পুরোহিত, বিয়ের ফটোগ্রাফারসহ অন্যান্য আত্মীয় স্বজন যার যার কাজে ব্যস্ত, অন্যদিকে বরের জীবনে গুরুত্ব পাচ্ছে অন্যকিছু। একেই বুঝি বলে,‘ যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই!’ সর্বশেষ তথ্যমতে ছবিটি ৪ লাখ ৬৫ হাজার ভিউ পেয়েছে।
ছবিটি প্রকাশ পাওয়ার পর এক্স ইউজারদের মধ্যে হাসির বন্যা বয়ে যায়। পোস্টের কমেন্টে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘ভাইয়ের নিজস্ব অগ্রাধিকার রয়েছে।’
‘এটি একটি বাঙালি বিয়ে। তাকে সত্যিই দোষারোপ করা যায় না। কারণ বাঙালি বিয়ের নিয়মকানুন বেশ অনেক সময় ধরে চলতে থাকে।’ এই কমেন্টের উত্তরে আরেকজন বলেছেন, ‘ভাবুন, একদিন আপনার সন্তানদের এই ছবির ঘটনা বর্ণনা করে বোঝাতে হচ্ছে!’
এছাড়াও নিজের পছন্দের ব্যাপারকে গুরুত্ব দেওয়ার জন্য কেউ কেউ তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। অন্যদিকে বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে মনোযোগ না দেওয়ায় কেউ কেউ তার উপর বিরক্তিও প্রকাশ করেছে।
একজন বলেছেন,‘আমি যদি নববধূ হতাম, তবে এখান থেকে আমি পালিয়ে যেতাম।’ আরেক ব্যবহারকারী সেখানে সহমত প্রকাশ করে উত্তর দিয়েছেন, ‘সত্যি! নিজের ঐতিহ্যকে সম্মান করুন। সব কাজের একটা মানানসই জায়গা আর সময় থাকে।’
তথ্যসূত্র: এনডিটিভি