ইরানকে মোকাবিলা করতে মধ্যপ্রাচ্যে আরও সৈন্য ও বোমারু বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১ নভেম্বর) পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের বরাত দিয়ে এ তথ্য জানান। খবর এপি।
প্যাট রাইডার বলেন, " যুক্তরাষ্টের আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে থেকে চলে আসার পর সেখানে আরও সৈন্য ও বোমারু বিমান পাঠানো হবে। ইরান ও তার মিত্র দেশগুলো যদি আমেরিকানদের কিংবা এ অঞ্চলকে টার্গেট করে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র তার জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আগামী মাস থেকে সৈন্যদের পাঠানো হবে।"
তবে পরিবর্তনের সাথে এই অঞ্চলে কতজন সৈন্য পাঠানো হবে তা স্পষ্ট করেননি তিনি। বর্তমানে অঞ্চলটিতে ৪৩ হাজার মার্কিন সেনা রয়েছে।
এদিকে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বজায় রাখতে আরও যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে। যা ইরানকে মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে গত ২২ অক্টোবর লয়েড অস্টিন মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) ইসরায়েলে মোতায়েন করার কথা জানান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে ‘থাড’ সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।