গাজার শরণার্থী শিবিরে হামলা, শিশুসহ নিহত ৬

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-01 14:52:53

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শাবোরা ও আল-মাওয়াসি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) উপত্যকাটির নাসের হাসপাতালের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালের কর্মকর্তারা জানান, আল-মাওয়াসি ক্যাম্পে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ বাস করছে। ওই স্থানটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই সহোদর শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তাদের মা ও ভাইবোন।

এদিকে, গাজার শাবোরা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল কর্তৃপক্ষ বারবার বলে আসছে, বেসামরিক লোকদের নয় বরং তারা শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু গাজা জুড়ে তাদের প্রতিদিনের হামলায় প্রায়ই নারী ও শিশু নিহত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের এই নৃশংস হামলায় এক লাকের বেশি মানুষ আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের বাধায় দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোনো ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। চরম সংকটে উপত্যকার প্রায় সব অঞ্চলের মানুষ। শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। এ অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে।

Related News