হৃদরোগে ১৪ বছরের কিশোরের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ানোর অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের আলিগড় জেলার সিরাউলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভি। 

বিজ্ঞাপন

এনডিটিভি জানায়, মোহিত চৌধুরী তার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার জন্য দৌড়ানোর অনুশীলন করছিল। প্রথমে সে তার বন্ধুদের নিয়ে দুই রাউন্ড দৌড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে তারা মোহিতকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মোহিতকে মৃত ঘোষণা করে।

স্কুলের কর্মকর্তারা জানান, ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মোহিতের বাবা আগস্টে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

এর আগে গত মাসেও আলিগড়ের আরানা গ্রামে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মমতা নামে ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আলিগড়ে গত ২৫ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।