সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর ওপর রাশিয়ার বিমান হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'র (এসওএইচআর) বরাত দিয়ে রোববার (১ ডিসেম্বর) এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, সম্প্রতি নিয়ন্ত্রণ নেয়া সিরিয়ার ইদলিব ও হামার অঞ্চলে রোববার ভোরের দিকে রাশিয়া তাদের ওপর বিমান হামলা চালায়।

পর্যবেক্ষকরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দেশটির গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার সরকার প্রথমবারের মতো আলেপ্পোর নিয়ন্ত্রণ হারিয়েছে। এই সপ্তাহের শুরুতে বিদ্রোহী ও সিরিয়ার বিমানবাহিনীর মধ্যে সংঘর্ষ সাম্প্রতিক বছরগুলোতে হওয়া সবচেয়ে বড় লড়াই।

বিজ্ঞাপন

এসওএইচআর জানিয়েছে, বুধবার থেকে এখন পর্যন্ত এই হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক সহ ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।