তাইওয়ানে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-01 16:27:43

তাইওয়ানের কাছে নতুন করে ৩৮৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৫৯১ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকা) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে এমন গভীর সামরিক সম্পর্ক অস্থির করে তুলেছে চীনকে।

শনিবার (৩০ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।     

এর আগে গত শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালে তাইওয়ানে ফাইটার জেট ও রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশসহ সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করবে বলে আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ অনুমোদন কার্যকর করে। তাইওয়ান যাতে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলা করতে পারে সেজন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ত্রগুলো এক মাসের মধ্যে তারা হাতে পাবে এবং সরঞ্জামগুলো এফ-১৬ নৌবহরের প্রস্তুতি বজায় রাখতে এবং ‘একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে’ সহায়তা করবে। 

একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ‘তাইওয়ান ও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার অব্যাহত রাখবে এবং তাইওয়ান প্রণালী ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।’

এদিকে তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবী করা চীন এমন সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত অত্যন্ত সতর্কতার সঙ্গে তাইওয়ান ইস্যুটি পরিচালনা করা। তাদের উচিত তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করা ও চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থন করা।

Related News