আগ্নেয়াস্ত্র এবং শুল্ক মামলায় অভিযুক্ত ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন।
রোববার (১ ডিসেম্বর) সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমার ঘোষণা করেন তিনি। এক বিবৃতিতে বাইডেন জানান, ‘হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন বাইডেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বাইডেন জানান, টানা আক্রমণের মধ্যেও আমরা সাড়ে পাঁচ বছর ধরে নিরলসভাবে কাজ করেছি।
তার এমন সিদ্ধান্তের ব্যাখ্যা করে বাইডেন বলেন, আমি আশা করি আমেরিকানরা বুঝতে পারবে কেন একজন বাবা এবং একজন রাষ্ট্রপতি এই সিদ্ধান্তে আসবেন।
গত সেপ্টেম্বর মাসে কর ফাঁকির মামলায় হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বন্দুক–সংক্রান্ত আলাদা মামলায় তার ২৫ বছরের কারাদণ্ড হয়। যদিও অবিযোগ প্রমাণিত হওয়ার পরেও তাকে কারাগারে যেতে হয়নি।