কাবুলে বিস্ফোরণে তালেবানের শরণার্থী বিষয়ক মন্ত্রী নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-11 19:24:45

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানিসহ ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এ বিস্ফোরণ ঘটে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি।

এ ঘটনায় শোক প্রকাশ করে আনাস হাক্কানি বলেন, আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম। আমরা তাকে ও তার ত্যাগকে কখনও ভুলব না।

২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করার পর খলিলুর রহমান হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে একজন মন্ত্রী হয়েছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, ২০ বছরের যুদ্ধের সময় বড় হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা ছিলেন খলিলুর রহমান।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে শহরাঞ্চলে একের পর এক হামলা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক বিস্ফোরণে চারজন নিহত হন। ২০২৩ সালে ইসলামিক স্টেট (আইএস) তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হামলা চালায়, যাতে কমপক্ষে পাঁচজন নিহত হন।

Related News