‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার সমালোচনাকে সমর্থন করে না ভারত’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না।

তিনি আরও বলেন, হাসিনা তার মন্তব্য করার জন্য "ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস" ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনও প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদানের সাথে জড়িত নয় যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালাতে সক্ষম করে।

বিজ্ঞাপন

দুই দেশের সম্পর্ক নিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক ভারত-বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক।

উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা যেন চুপ থাকে সেজন্য ঢাকা থেকে দিল্লিকে সতর্ক করেও দেওয়া হয়েছে।

তবে, সম্প্রতি শেখ হাসিনার বেশ কয়েকটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের সমালোচনা করেছেন।

এছাড়া, ভারতে থেকে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভায়তেও বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা।