সিরিয়ায় ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর সমর্থনে জাতিসংঘ 'প্রতিশ্রুতিবদ্ধ': গুতেরেস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-12 15:04:28

সিরিয়ায় ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর সমর্থনে জাতিসংঘ 'পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ' বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি একথা বলেন। খবর আল জাজিরা।

বিবৃতিতে তিনি বলেন, "জাতিসংঘ সিরিয়ায় ক্ষমতার সুষ্ঠু হস্তান্তরকে সমর্থন করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংখ্যালঘুদের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হবে। এছাড়াও আঞ্চলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি ঐক্যবদ্ধ দেশের দিকে যাওয়ার পথ প্রশস্ত করা হবে।"

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেছেন, সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনকে নিযুক্ত করা হয়েছে। তিনি এ বিষয়গুলোর তদারকি করবেন। 

শেষে তিনি যোগ করেছেন, "আমি সিরীয় জনগণকে তাদের নিজেদের ভাগ্য বেছে নিতে সক্ষম হবে বলে সম্পূর্ণরূপে বিশ্বাস করি।"

Related News