শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-12 16:00:16

অভিশংসনের জন্য পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো ভোটের আগে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

তিনি বলেন, তারা আমাকে অভিশংসিত করুক বা আমার বিরুদ্ধে তদন্ত করুক, আমি শেষ পর্যন্ত লড়াই করবো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির এ নেতা টেলিভিশনে দেওয়া এক দীর্ঘ ভাষণে এ অঙ্গীকার জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউনের স্বল্পস্থায়ী সামরিক আইন জারিকে কেন্দ্র করে বিরোধী দল তাকে অভিশংসনের মুখোমুখি করার আরেকটি উদ্যোগ নিয়েছে। শনিবার পার্লামেন্টে এই প্রস্তাব তোলার সম্ভাবনা আছে। ইউনের নিজ দলের কিছু আইনপ্রণেতাও অভিশংসন প্রস্তাবের পক্ষে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন অভিযোগ করে বলেছেন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনকে হ্যাক করেছে। এপ্রিলে হওয়া নির্বাচনে তার দলের বিপর্যয়কর ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

ইউন আশা করছেন, তার রাজনৈতিক মিত্ররা তার পক্ষে সমর্থন জানাবে। কিন্তু তার এ জ্বালাময়ী ভাষণের পর সেই সম্ভাবনা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ তার ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) নেতা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইউনের পদত্যাগ করার বা পার্লামেন্টের মাধ্যমে তাকে অভিশংসন করার সময় এসে গেছে।

ইউন বলেছেন, বিরোধীদল গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টায় ‘পাগলের মতো তলোয়ার নাচ নাচছে’।

ইউনকে অভিশংসিত করতে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে। এক্ষেত্রে বিরোধীদলের আইনপ্রণেতার পাশাপাশি পিপিপির অন্তত আটজন সদস্যের সমর্থন দরকার হবে।

Related News